সাবেক এমপি আফসার সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৬ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভাষাসৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মিরপুর ২ নম্বরে ন্যাশনাল হাউজিং এপার্টমেন্ট কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও যশোর কারবালা কবরস্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
১৯৩৫ সালের ১৫ মার্চ যশোরে জন্মগ্রহণ করেন আফসার আহমদ সিদ্দিকী। তার বাবা কায়সার আহমদ সিদ্দিকী ছিলেন যশোরের ডিস্ট্রিক্ট নাজির। স্কুলছাত্র থাকাবস্থায়ই রাজনীতির সংস্পর্শে আসেন তিনি। যশোর জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় ’৫২-র ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। এ সময় দুই বছর কারারুদ্ধ ছিলেন তিনি। পরে তিনি যশোর কলেজ (বর্তমানে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়) ছাত্র সংসদের ভিপি এবং অবিভক্ত যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৫৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন।
আফসার সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭৮ ও ১৯৯৫ সালে বিএনপির হয়ে যশোরের মনিরামপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।