শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৬ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন, ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন এর পিতা মোঃ সোয়াব আলী ভূঁইয়া ও তার ছোটভাই মোঃ সোহান আজ শনিবার সন্ধায় বিএনপি’র প্রধান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে স্বাক্ষাৎ করেন।
দেশনায়ক তারেক রহমান স্কাইপে সংযুক্ত হয়ে শাওনের পিতা জনাব মোঃ সোয়াব আলী ভূঁইয়া ও তার ছোটভাই মোঃ সোহান এর সাথে শাওন গুলিবিদ্ধ হওয়া থেকে সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেন। শাওনের পিতা শাওন গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের নেতিবাচক আচরণ সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেন।
তারেক রহমান নিহত শাওনের রেখে যাওয়া শিশু সন্তান ও তার স্ত্রীর খোঁজ খবর নেন এবং যতদিন শাওনের সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন তার লেখাপড়া সহ সকল দায়িত্ব গ্রহন করেন।
এসময় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ সভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমূখ উপস্থিত ছিলেন।