আমাদের মাথা নত করার প্রশ্নই আসে না : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকার ভাবছে খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপিকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে কেমন দেখা যায়। এমন কথাও আমাদের কানে আসছে- খালেদা জিয়া মুক্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। আবার খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিলে সরকার নিজেই ক্ষমতায় থাকবে কি না- সেটাও একটা বিষয়।’
বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া কি এত বোকা? তিনি আপসহীন নেত্রী। নৈতিকতাবিরোধী কোনো কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়। এখানেই আমাদের শক্তি। আমাদের মাথা নত করার প্রশ্নই আসে না। আর যদি মাথা নত না করি, তাহলে শেখ হাসিনার জন্য আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব নয়।’
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে’ অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘কোনো সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের জন্য ব্যবহার করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবধান আছে, বর্তমান সরকার এটি ভুলে গেছে। এ কারণে সরকার এমন কিছু প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, সেগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান না। যেসব সংস্থাকে সরকার ব্যবহার করছে, সব কিন্তু সরকারি সংস্থা না।’
তিনি বলেন, ‘বিদেশে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। প্রশ্ন হলো- টাকা কোথা থেকে আয় হয়েছে? সেটা তো লুটপাটের টাকা। যদি ওই টাকা দেশে থাকত, যদি বিনিয়োগ হতো মানুষের কর্মসংস্থান হতো। তবে টাকাও বাড়ত, দেশও সমৃদ্ধ হতো। কিন্তু তারা তো চুরি করে টাকা বাইরে পাচার করেছে। আজকের সরকার আলিবাবা চল্লিশ চোরকেও হার মানিয়েছে। চুরি করছে, লুটপাট করছে, ডাকাতি করছে।’
নির্বাচন কমিশন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘সরকার ইভিএম কিনবে। আর কিছুদিন পর নির্বাচন কমিশনের বেতন দেবে কোথা থেকে সেটাই তো প্রশ্ন। থলেতে টাকা নেই, ব্যাংকগুলোর অবস্থা খারাপ। দুদক যেখানে সেখানে হানা দিচ্ছে টাকার জন্য। চীন বা বিশ্বব্যাংক তো বিনিয়োগ করবে ব্যবসায় বা উন্নয়নের পেছনে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে তো তারা ঋণ দেবে না। কিছুদিন পর সরকার কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাবে।’
সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি এম আব্দুল্লাহ প্রমুখ।