

যুবদল নেতা শাওন এর মৃত্যুতে গাজীপুর মহানগর ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৪ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:০২ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ যুবদল নেতা মোঃ শাওন হোসেন আজ বৃহস্পতিবার রাত ৮ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বিচারবহির্ভুত হত্যা, গুম, খুন ও মানুষের ভোটাধিকার রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশব্যাপী চলমান কর্মসূচিতে আওয়ামী পুলিশ লীগের নির্বিচারে গুলিবর্ষণে মুন্সিগন্জের সহযোদ্ধা শাওন হত্যার প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মোমিনুর রহমানের নেতৃত্বে তাৎক্ষনিক মশাল মিছিল।
মিছিল শেষে মোমিনুর রহমান তার বক্তবে বলেন, ভোলার নূরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন হত্যা সহ বিভিন্ন জেলায় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ করে যে রক্ত ঝড়িয়েছেন তার হিসাব করায় গন্ডায় রাজপথে নিতে প্রস্তুত গাজীপুর মহানগর ছাত্রদল। ইনশাআল্লাহ।