আইসিটি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার জামিন স্থগিত করলো চেম্বার জজ আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩৮ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় আইসিটি মামলার আসামি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে জামিন পেলে গতকাল বুধবারে সেটা স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এস এম মুনির ও সহকারী অ্যার্টনি জেনারেল মোঃ সাইফুল আলম।
কাজী তরিকুল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের প্রায়ত কাজী আব্দুল মান্নানের ছেলে। বিচারিক আদালতে জামিন নাকচের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তরিকুলের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। গত মঙ্গলবার তাকে জামিন দেন হাইকোর্ট।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখছেন বিএনপির আইনজীবীরা। আইসিটি মামলা সরকারের বাকস্বাধীনতা হরনের একটা খরগ যন্ত্র। অবিলম্বে এই কালো আইনের বাতিল ও ভুক্তভোগী সকল সহযোদ্ধাদের মুক্তি দাবি করেন এবং সেই সাথে তুচ্ছ বিষয় নিয়ে সর্বোচ্চ আদালতের মূল্যবান সময় নষ্ট না করতে রাষ্ট্রপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান।"