আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর হাজিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
২০১৮ সালের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপি'র ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এর আদালতে এ হাজিরা দেন তারা । মামলা নং - ২১(১২)১৮
আসামি পক্ষের আইনজীবী ও আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. ছিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ২০১৮ সালের আড়াইহাজার থানার পুলিশের দায়েরকৃত মিথ্যা একটি নাশকতার মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের দেয় শতাধিক নেতাকর্মীরা।
আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, যুগ্ম সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, গোপালদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলন, বিশন্দী ইউনিয়ন বিএনপির গাজী এম এ মাসুদ, হাইজাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ- সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।