শেখ হাসিনা সরকারের পতন করেই ঘরে ফিরবে বিএনপি নেতাকর্মীরা : মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪০ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনের যাত্রা শুরু করেছে। বিএনপির সভা-সমাবেশে জনগণের জনস্রোত দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। যার কারণে গণতান্ত্রিক সভা-সমাবেশে হামলা করছে, বিএনপির জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। হামলা, মামলা করে জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের যে লক্ষ্য, অবৈধ এই ভোট ডাকাত শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি রাজপথ ছাড়বে।
গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে আনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি কালাবিবির মোড় থেকে শুরু করে পিএবি সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলী টানেল সংযোগ সড়কে গিয়ে সমাবেশের মাধ্যমে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন সুমন, আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী আলমগীর খান, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ করিম পিন্টু, সদস্য আবদুল গফুর, জুইদন্ডী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আহমদ নুর এরিক, উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান, সাবাজ খান, বটতলী কলেজ ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, বারখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল করিম, জুইদন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী জসীমউদ্দীন, বরুমচড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক এসএ চৌধুরি মহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম রাকিব, যুগ্ন আহবায়ক এমরান হোসেন হৃদয় প্রমুখ।