শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা করে আন্দোলন দমনের চেষ্ট করছে আ'লীগ : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৩২ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির শান্তিপূর্ন কর্মসূচীতে হামলা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমনের চেষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, মোতবাতি প্রজ্জলনের মত শান্তিপূর্ন কর্মসূচীকেও আওয়ামী লীগ হামলে পড়েছে, নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। এতে বিএনপি নেতা তাবিথ আউয়াল, সেলিনা খাতুনসহ আরও অনেকে আহত হয়েছে। এছাড়াও কুমিল্লাতে বিএনপি নেতা বরকউল্লাহ বুলুর ওপর হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অবিলম্বে এই হামলা-মামলায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে ক্ষমতা ছাড়ুন, জনগণের মনের ভাষা বুঝুন।
তিনি আরও বলেন, মোমবাতি প্রজ্জলনের মত শান্তিপূর্ণ কর্মসূচীকে যারা সহ্য করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিদেশীদের আর্শিবাদ নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কিন্তু বিদেশে দহরমহর করে কোনো লাভ নাই, ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে।
আজ রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, অ্যাড. এম.এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা প্রমূখ।
এর আগে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি মিছিল নগরীর বাগান বাড়ী থেকে শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমেবত হয়।