পুলিশের মামলায় মিরপুরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:০২ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মিরপুরে বিএনপির সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, শাহআলী থানার সাবেক সভাপতি পাপ্পু, ৯৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ও যুবদল নেতা কামালসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম। তার দাবি, গ্রেফতার ৯ জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন।
গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় বিএনপি।
বিএনপির দাবি, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতাকর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।