রংপুরে বিএনপি'র মিডিয়া সেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২২ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
দেশে একদলীয় শাসনক্ষমতা যেন কেউ কোনদিন প্রতিষ্ঠিত করতে না পারে সেজন্যই তারেক রহমানের দেয়া নির্বাচনোত্তর জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বলেছেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর পর্যটন মোটেলের বল রুমে বিএনপির মিডিয়া সেল আয়োজিত জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে অবাধ নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী। মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক এমপি শাম্মি আখতার, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, অতিকুর রহমান রুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক জাকির হোসেন, এ্যডভোকেট আফতাব হোসেন, ডক্টর ফেরদৌস হোসেন, ডাক্তার তাজুল ইসলাম, অধক্ষ্য মোস্তাফিজুর রহমান, এ্যডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী, ডক্টর রোকনুজ্জামান, প্রফেসর ডক্টর নওশের, প্রফেসর ডক্টর হাসান ফুয়াদ আলতাফ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক ব্যাংকার মোহাম্মদ আতাউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তি, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিনিয়র সাংবাদিক মইনুল হক, জয়নাল আবেদীন, সাংবাদিক রেজাউল করিম মানিক সহ রংপুর বিভাগের আটজেলার শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবি, পেশাজীবি নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, শহীদের রক্তে অর্জিত এই দেশ আজ দূঃসময়ে মিলিত হয়েছে। নিখোঁজ পিতার কোমলমতি সন্তানেরা স্বজনের সন্ধানে রাজপথে কান্না করছে। নিশি রাতের ভোট ডাকাতি জনগনের স্বপ্নকে ধ্বংস করেছে।
মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতার মূলমন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এখন ভুলন্ঠিত। নির্বাচন কমিশন আছে, ভোটাধিকার নেই; সংসদ আছে, কার্যকারিতা নেই; সরকার আছে, বৈধতা নেই; প্রশাসন আছে, নিরপেক্ষতা নেই; আদালত আছে, ন্যায়বিচার নেই। সব কিছুই হচ্ছে আওয়ামী দুঃশাসনের কারনে।
বক্তারা বলেন, বিএনপি শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রকাঠামোতে গুনগত পরিবর্তন চায়। রাষ্ট্রের মালিকানা জনগনের কাছে ফিরিয়ে দেয়ার লক্ষে এবং মুক্তিযুদ্ধের মুলমন্ত্র গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ আলোকে বিএনপি রাষ্ট্র রুপান্তর মুলক সংস্কারের পরিকল্পনা করছে। এজন্যই তারেক রহমান গণতন্ত্রকামী সকল দল ও শক্তিসমুহকে নিয়ে নির্বাচনোত্তর একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সরকার গঠন এবং জনগনের সর্বস্তরের প্রতিনিধিত্বশীল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার রোডম্যাপ উপস্থাপন করেছেন।
আয়োজকরা বলেন, এই ধারণায় জনগনকে সংশ্লিষ্ট করতে প্রতিটি বিভাগের সর্বস্তরের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভা করছে বিএনপির মিডিয়া সেল। সিলেটের পর রংপুর বিভাগে এই মতবিনিময় সভা হলো। সব বিভাগে এ ধরণের মতবিনিময় সভা শেষে আমরা তৃণমুলে এই ধারনাপত্র উপস্থাপন করবো।