মিরপুরে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর পল্লবীতে এক সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর মিরপুর-৬ এলাকায় সমাবেশের আয়োজন করে বিএনপি।
বিকাল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে দুপুর একটায় সমাবেশ করার অনুমতি পায় দলটি। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, দুপুর একটার সময় সমাবেশ করার জন্য ডিসি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পর আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার শেল ও গুলি বর্ষণ করে। এখনো হামলা চলছে। এখন মিরপুর ১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। এতে আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
উল্লেখ্য, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারাদেশের পর ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।