জনদুর্ভোগ নিরসন না করে আ'লীগ জনগণের সাথে উপহাস করছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:১২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
জনদুর্ভোগ নিরসন না করে আওয়ামী লীগ জনগণের সাথে উপহাস করছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ বিক্ষোভ থেকে বাঁচতে জনগণকে মূলা দেখাচ্ছে সরকার।
গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের পাগাড়িয়ায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রধানমন্ত্রীর নিষ্ফল ভারত সফরের সমালোচনার জবাবে সেতু মন্ত্রীর বক্তবের তীব্র সমালোচনা করে তিনি বলেন বাংলাদেশের জনগণের বেঁচে থাকতে ভারত সবকিছু করবে কেন? সরকার কি করছে? প্রধানমন্ত্রী কি ভিক্ষার ঝুলি নিয়ে ভারতে গিয়েছিলেন? এসব প্রশ্ন রেখে এমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষমতায় টিকে থাকতে মানুষকে বাচিয়ে রাখতে ভরতের সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ একদিকে রাষ্ট্রদ্রোহিতাসম অপরাধ করেছে, জনগণকে অপমানিত করেছে, অন্যদিকে নিজেদের জনবিচ্ছিন্নতার পাশাপাশি দুর্নীতি, লুটপাটের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ রাষ্ট্রীয় কোষাগার শূণ্যতার প্রমাণ দিয়েছে। বিদেশে তাদের প্রভু আছে বলেই বিদেশে গিয়ে নতজানু ও প্রজাসুলভ আচরণ করছে। ভারত সফরকালে সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশের নাগরিককে হত্যা করলেও প্রধানমন্ত্রী প্রতিবাদ পর্যন্ত করলেন না। তিস্তার চুক্তি করাতে পারলেন না। এসব সরকারের নতজানু নীতির বহি:প্রকাশ।
এর বিচার একদিন হবে উল্লেখ করে মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের অর্থ অপচয় করে 'উজিরে খামাখা' হয়ে না থেকে পদত্যাগ করুন।
তিনি বলেন, ভারত সফরে ব্যর্থতা আড়াল করতে মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করে জনগণকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখন জনগণকে বাঁচানোর নামে ভারতের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে ধরনা দিচ্ছে। দেশের অর্থনীতিকে তারা ফোকলা করে দিয়েছে। জনদুর্ভোগ সৃস্টি করে সরকার মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। জীবন বিপন্নকারী সরকারকে জনগণ ক্ষমা করবে না,ক্ষমতায়ও দেখতে চায় না।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য হাফেজ আজিজুল হক, হানিফ মো:শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, হাবিবুল ইসলাম শহীদ, আলমগীর আলম বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহ সভানেত্রী মনোয়ারা বেগম ময়না, বিএনপি নেতা আলী মাহমুদ, আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সাবেক ছাত্র দল নেতা মির্জা রণি, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সকালে ও দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৫ তম কারামুক্তি দিবস উপলক্ষে হালুয়াঘাট ঊপজেলা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে হালুয়াঘাটে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাফেজ আজিজুল হক, আলহজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আসলাম মিয়া বাবুল, হানিফ মো: শাকের উল্লাহ, হাবিবুল ইসলাম শহীদ, মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু প্রমুখ।