আজীবন ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন জনগণ আর পূরণ হতে দিবেনা : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৬ পিএম, ২২ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, রক্তে অর্জিত এই দেশ এবং দেশের মানুষ আজ গভীর সংকটে। কারণ এই সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। যারা জনগণের সকল অধিকার খর্ব করে বিগত চৌদ্দটি বছর ধরে তাদের উপর স্টিম রোলার চালাচ্ছে। গ্যাস-পানি-বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বাড়িয়ে যারা জনগণের পকেট কাটার অপকৌশলে লিপ্ত। জনগণকে নি:স্ব করে, দেশের সম্পদ লুটপাট করে এই সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশী প্রভুদের খুশি করে যেকোন উপায়ে তারা আবারোও ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু আজীবন ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন জনগণ আর পূরণ হতে দিবেনা।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অগণতান্ত্রিক সরকারের দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। দাবি একটাই নির্বাচনকালীন সরকারের অধিনে ইবিএম এর পরিবর্তে ব্যালট এর মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সকল হামলা-মামলা, জেল-জুলুম উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাধা আসছে, বাধা আসবে। রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই হায়েনা সরকারকে হঠাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বদ্ধ পরিকর।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি আগামী ২৩ সেপ্টেম্বর “কর্মীসভা” উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, রাতের আঁধারে ভোট করা সরকারের জনগণের প্রতি কোনো ভালোবাসা নেই। তাদের একটাই লক্ষ্য, যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্খিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে বুকের তাজা রক্ত দিতে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী সবসময় প্রস্তত। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহীদুল্লাহ বাহার, খায়রুল আলম দিপু, এড. সাইদুল ইসলাম, মঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন ভূইঁয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, দেলোয়ার হোসেন বাবু, এমদাদুল হোসেন স্বপন, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান, মো. হাসান, নিজাম উদ্দিন বুলু, রাসেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, নাছির উদ্দিন, মিজানুর রহমান সাইফুল, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, সহ-কৃষি সম্পাদক খোরশেদ আলম, সহ-শিল্প সম্পাদক মো. পারভেজ, সহ-শ্রম সম্পাদক বাকের হোসাইন, হালিশহর থানা আহবায়ক আনোয়ারুল কাফি মুন্না, পাচঁলাইশ থানা আহবায়ক শফিউল আলম শফি, চান্দগাঁও থানা আহবায়ক সাজিদ হাসান রনি, আকবর শাহ থানা আহবায়ক হাসান মাহমুদ, কোতোয়ালি থানা আহবায়ক এন মোহাম্মদ রিমন, ডবলমুরিং থানা আহবায়ক আকতার হোসেন বাবলু, বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, ডবলমুরিং থানা সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, ইপিজেড থানা সদস্য সচিব মো. মিজান, চান্দগাঁও থানা সদস্য সচিব মো. শহীদুজ্জামান, আকবর শাহ থানা সদস্য সচিব তৌসিফ আহমেদ চৌধুরী, চকবাজার সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, হালিশহর থানা সদস্য সচিব মো. মুরাদুল আলম, পাহাড়তলী সদস্য সচিব ইসকান্দর হোসেন, থানা যুগ্ম আহবায়ক মীর কাশেম, জসিম উদ্দিন, জহুরুল ইসলাম জহির, মনোয়ার হোসাইন নিশাত, মো. ফারুক, এস এম মহিউদ্দিন সাব্বির প্রমুখ।