বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৩৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দেশী-বিদেশী কোনও অপশক্তি তাঁকে মাইনাস করতে পারবে না। তাঁর নেতৃত্ব আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, সর্বসংহা মাটির মতো সহিষ্ণু। বাংলাদেশের বর্তমান দুর্বৃত্তায়িত রাজনীতি ও রাষ্ট্র ব্যাবস্থাকে মেরামত করতে, হৃত জনগণের মালিকানা, গণতন্ত্র, মানবাধিকার, সু শাসন ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অপরিহার্য।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৫ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছিলেন।
স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দৃঢ়চেতা এবং আপোষহীন। কোনও ভয়, লোভ তাঁকে স্পর্শ করতে পারেনি বলেই তিনি আজ সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী। বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা ও তাঁর রাজনৈতিক, সামাজিক শক্তিকে আওয়ামী লীগ ভয় পায়। দেশ পরিচালনায় ব্যার্থ হয়ে শোচনীয় পতন ঠেকাতে রাজনৈতিক প্রতিহিংসায় তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে মাইনাস করতে চেয়েছে। কিন্তু জনগণ আজ রাষ্ট ক্ষমতা থেকে আওয়ামী লীগকেই মাইনাস করতে জেগে উঠেছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, সুস্থ করতে চলমান আন্দোলনকে সফল করার ওপর গুরুত্ব আরোপ করেন।
হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আব্দুল হাই, নাদিম আহম্মদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবদুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলমগীর আলম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া করা হয়।