জলঢাকায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পেট্টোলপাম্প এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ের সাসনে মিল চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপি'র সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার। উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে ২ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা সদর বিএনপি'র সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপি'র সভাপতি মাহবুবুর রহমান, ডোমার বিএনপি'র সভাপতি রেয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডোমার পৌর বিএনপি'র সভাপতি আনিছুর রহমান আনু, জলঢাকা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্ট, জেলা বিএনপি নেতা মোর্শেদ আলম, শ্রমিক দলের ইউনুস আলী, যুবদল নেতা আবু তোরাব আহমেদ ইমন, তাঁতিদলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন ও পৌর সভাপতি ওমর ফারুক সাবু প্রমুখ।
বক্তারা বলেন বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এ জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং আগামী নির্বাচন এই ভোটচোর দলীয় সরকার আমলে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হতে হবে।
বিএনপির এ বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিলেন সক্রিয় অবস্থানে।