শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শরীয়তপুরের নড়িয়ায় মামুন খান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের নড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুন খান নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি পৌর এলাকার বাড়ৈপাড়ার সালাম খানের ছেলে।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, মামুন স্থানীয় একটি নির্মাণসামগ্রী বিক্রির প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের কাজ করতেন। পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামুন তাঁর এক বন্ধু জুয়েল মোল্যাকে নিয়ে নড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে মামুন ও জুয়েলকে পেটায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের নেওয়া হয় শরীয়তপুর সদর হাসপালে। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকেরা মামুনকে মৃত ঘোষণা করেন। জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক তোফায়েল আহম্মদ বলেন, মামুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর ক্ষত স্থান দেখে মনে হয়েছে কোনো লোহার বস্তু দিয়ে মাথায় ও শরীরের অন্য স্থানে আঘাত করা হয়েছে। ওই আঘাতের কারণে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
মামুনের মামা নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক বলেন, ‘যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, আমরা তাঁদের পরিচয় জেনেছি। পুলিশকে তাঁদের নাম বলা হয়েছে।’
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান বলেন, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ মাঠে নেমেছে। আর কী কারণে মামুনকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পায়নি পুলিশ। তাঁর স্বজনেরা কয়েকজনের নাম বলেছেন। সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।