ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে কৃষি অফিসের সাইনবোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০৩ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে বিএনপির দলীয় কার্যালয়ে কৃষি অফিসের সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে সাইনবোর্ড কে বা কারা লাগিয়েছে তা জানাতে পারেনি কেউ।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে সাইনবোর্ডটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এরপর থেকেই এনিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এদিকে দলীয় কার্যালয়ে এমন সাইবোর্ড দেখে ক্ষুদ্ধ বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি কার্যালয়ের সামনের এক দোকানদার বলেন, ‘মঙ্গলবার আমরা বিএনপি কার্যালয়ে এমন কোনো সাইনবোর্ড দেখতে পাইনি। সকালে দোকানে আসার পর সাইনবোর্ডটি দেখতে পেয়েছি। গভীর রাতেই এই সাইনবোর্ডটি কে বা কারা লাগিয়ে দিয়ে গেছে।’
এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর রুহিয়ার আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় আওয়ামী লীগ। আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আজ (বুধবার) সকালে দেখি কার্যালয়ের ধ্বংস স্তুপের উপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রুহিয়া শাখার একটি সাইনবোর্ড। ঘটনাটি আমাদের অবাক করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে কৃষি অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে আমাদের জানিয়েছেন। আমরা দলীয়ভাবে বসেছি। প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে রুহিয়া শাখার কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁও জেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আজিজ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই সাইনবোর্ডের বিষয়ে আমি কিছুই জানি না। বিভাগীয় পর্যায়ে আলোচনা করে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভেবে দেখবো।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সাইনবোর্ড কারা লাগিয়েছে জানি না৷ এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷’