জনতার ঢলই বলে দেয় এ সরকার বিদায়ের সময় এসেছে : আনিসুজ্জামান বাবু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪৬ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
এ সরকার জনগনের সরকার নয়। তারা জনগনের ভাষা বোঝেনা। তাই জনগনের জন্য তাদের কোন দরদও নেই। তাদের দু:শাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে তারা। তেল ও নিত্য পণ্য সহ সবকিছুর দাম বেড়ে দিয়ে তারা মানুষের সাথে প্রতারনা শুরু করেছে। জনগনের সাথে জুলুম করে কেউ টিকতে পারেনি। এসব জুলুমের জবাব বাংলার মানুষ দেবে। মানুষের অধিকার ফিরে দেওয়ার সময় এসেছে। বিএনপির যেকোন কর্মসুচিতে মানুষের ঢল নামছে। জনতার ঢলই বলে দেয় তাদের বিদায়ের সময় এসেছে।
গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, দেশ কে বাঁচাতে, মানুষকে বাঁচাতে আমাদের এভাবে মাঠে থাকতে হবে। জবাব দিতে হবে রাজপথেই।
জ্বালানী তেল সহ সকল দ্রব্যমুল্যের উর্দ্ধোগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে (বিভাগীয় টিমের নির্ধারন করা) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি’র ডাকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
বিকাল সাড়ে তিনটায় ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল এসে উপজেলা পরিষদ এলাকায় সমাবেত হতে থাকে। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে মানুষে ঢল। এক পর্যায়ে উপজেলা চত্ত্বর থেকে মানুষের ঢল ছড়িয়ে পুরো বাজার হয়ে নাপিতেরহাট প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যায়। মিছিল স্লোগান চলে প্রায় দেড় ঘন্টাব্যাপী।
মিছিল শেষে নাপিতেরহাট বিদ্যালয় মাঠে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বিগত একাদশ সংসদের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মইনুল ইসলাম শামীম।
ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম জয়ের পরিচালনায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, অধ্যাপক শফিকুল কবির দোলন, সাঘাটা যুবদলের আহবায়ক আহম্মেদ কবির শাহীন, মিজানুর রহমান টুটুল, নুরে আলম লিঙ্কন, শাহরিয়ার কবির, ফারুকুল ইসলাম, নজরুল ইসলাম, আলমাছ হোসেন প্রমুখ।