রাজশাহী জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:০৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী জেলা শাখার আয়োজনে আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিএনপির সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর উপর পুলিশি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কৃষক দল নেতৃবৃন্দ নগরীর লোকনাথ স্কুলের মোড় হতে মিছিল বের করে মহানগরীর সাহেব বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়িরে সামনে এসে মিছিল শেষ করে সমাবেশ করেন।
মিছিল ও সমাবেশে সভাপাতিত্ব করেন, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল। জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামার আলম, গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুট।
উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলম মাস্টার, জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মেরাজ, মেজবাহুল হক দুলু, সেলিম আরিফ, আলমগীর হোসেন, আজিম উদ্দিন, আব্দুল হামিদ বাবলু, শাহাদত হোসেন রনি, জানে আলম অভি, গোলাম মোস্তফা, বজলুর রহমান, আব্দুর রশিদ, জাহিদুল ইসলাম স্বপন ও কামরুল রতন, রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠেেনর অন্যান্য নেতাকর্মী।
সভাপতি তাঁর বক্তব্যে দ্রুত দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।