মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ এর মৃত্যুতে কেন্দ্রের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:০১ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-মেহেরপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ গতরাতে মেহেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন কিন্তু কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসায় গড়িমসি করার ফলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তোফায়েল আহমেদ এর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের হিড়িক শুরু হয়েছে। মিথ্যা মামলায় গ্রেফতার করে নেতাকর্মীদেরকে কারান্তরীণ করা বর্তমান অবৈধ সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। ঠিক তেমনি মেহেরপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করার ফলে শারিরিকভাবে অসুস্থ হয়ে পরে এবং জেলখানায় বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হন। নেতৃদ্বয়- কারা কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরন ও চিকিৎসায় অবহেলার তীব্র নিন্দা জানান।
নেতৃদ্বয় আরোও বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-মেহেরপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম তোফায়েল আহমেদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখাকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও পরিশ্রমী নেতা।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।