চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৭ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জ্বালানী তেল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলায় নিহত নূরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওনকে হত্যার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পাবনার চাটমোহরে বিএনপির এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাটমোহর পৌর সদরের বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানেই তারা সমাবেশ করেন।
চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং চাটমোহর পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন মন্টু, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহীন, নূরমোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, চাটমোহর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ ইসলাম হীরা ও পৌর বিএনপির সদস্য সচিব নূরুল করিম আরোজ খাঁন।
বক্তারা জ্বালানী তেল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনা করেন এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীদের হত্যার তীব্র নিন্দা জানান। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচী সফল করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান। জনগনের দুঃখ কষ্ট দূর করতে, রাতের ভোটের সরকারের পতন ঘটাতে নিজেদেরকে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে আগামির ডাকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ গ্রহনের আহবান জানান।