নেত্রকোনা বিএনপির সম্মেলনের মঞ্চ ভাংচুর, হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:০০ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
নেত্রকানা জেলার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনের মঞ্চ ভাংচুর করে অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বারহাট্টার সম্মেলন বাঁধাগ্রস্থ করার জন্য নেত্রকোনার পৌরসভার মেয়র ও উপজলা চেয়ারম্যানের নেতৃত্বে সড়ক সভা করে বাঁধার সষ্টি করেছে।
সেই সাথে সরকারী দলের নেতাকর্মীরা পুলিশের ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করে পুলিশ সাথে নিয়ে যুবলীগ মহড়া দিচ্ছে। এ সময় বিএনপির পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিএনপির সমাবশে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এই বিএনপি নেতা।
এছাড়াও সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকট ওয়ারেস আলী মামুন বলেন, পুলিশ সরকার দলীয় কর্মীর ভমিকা পালন করছে। এটা গনতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহায়ক ডা. আনোয়ারুল হক, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম হিলালী প্রমূখ।