গাজীপুর মহানগর ছাত্রদল নেতা তানজিম সোহেলকে আটকের ঘটনায় কেন্দ্রীয় নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুর মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তানজিম সোহেলকে আটকের ঘটনায় কেন্দ্রের প্রতিবাদ ও নিন্দা।
গত ৩০ আগষ্ট বিকেল ৪ টায় গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তানজিম সোহেলকে বিনা কারণে, বিনা ওয়ারেন্টে জয়দেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
৩ দিন গুম করে রেখে আজ শুক্রবার দুপুরে অস্ত্র সহ আদালতে প্রেরন করে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া ৩ দিন গুম রেখে নির্যাতন করে আজকে তাকে আদালতে প্রেরণের পূর্বে গাজীপুর মেট্রোপলিটন কার্যালয়ে ছাত্রদল নেতা সোহেলকে উপস্থিত করে অস্ত্র সহ ছবি তুলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয় বাকশালি আজ্ঞাবহ পুলিশ।
এমতাবস্থায়, আওয়ামী পুলিশ বাহিনীর এহেন গর্হিত কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও চরম ক্ষোভ প্রদর্শণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আজ শুক্রবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বস্তুত পুলিশের এই গ্রেফতার-মামলা খেলার নেপথ্যে রয়েছে বাকশালের প্রেতাত্মা খ্যাত এই আওয়ামী সরকার। তারা দেশবাসীর সামনে তাদের নিজেদের সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরতে না পারার খেসারত হিসেবে ছাত্রদলসহ অপরাপর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ইমেজ নষ্ট করার পায়তারার ছলে তাদের নামে অস্ত্র ও বিস্ফোরক জাতীয় মামলা দায়ের করে সন্ত্রাসী সাব্যস্ত করতে চায়। যেহেতু "আজকের ছাত্রনেতা আগামীর রাজনীতিবিদ" সেহেতু দেশকে বিরাজনীতিকরণ করে বাকশালি শাসন কায়েমের লক্ষ্যে স্বচ্ছ ইমেজের ছাত্রনেতাদের সন্ত্রাসী বানানোর চেয়ে আওয়ামীদের কার্যকর আর কোন পন্থা হতে পারে না! আজ অমিত সম্ভাবনাময় ছাত্রদল নেতা তানজিম সোহেলকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোর মাধ্যমে সরকার সে পথেই হাঁটছে বলে প্রতীয়মান হয়।
যেহেতু পুলিশ নিজেই আজ নব্য বাকশালের ক্রীড়নকে পরিণত হয়েছে সুতরাং তাদের প্রভু আওয়ামী সরকারের কাছে বিচার চেয়ে কোন লাভ নেই বিধায় আমরা দেশের সকল মত-পথ নির্বিশেষে স্বদেশের স্বার্থে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে গোটা ছাত্রসমাজকে এই নৈরাজ্য মোকাবেলা করার আহবান জানাই। পাশাপাশি নেতৃদ্বয় পুলিশকে প্রজাতন্ত্রের প্রতি তাদের দায়বদ্ধতার শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে মানবিকতা চর্চার আহবান জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত সোহেলসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।