গুলি, হত্যা, নির্যাতনের দায় দায়িত্ব প্রধানমন্ত্রীসহ সরকারকেই বহন করতে হবে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আন্দোলনে পুলিশের গুলি,হত্যা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদের বহি:প্রকাশ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন গুলি,হত্যা,নির্যাতনের দায় দায়িত্ব প্রধানমন্ত্রীসহ সরকারকেই বহন করতে হবে ।
আজ দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ,বেলুন,পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
ত্রিশাল পৌর বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী বাদল এর সভাপতিত্বে দরিরামপুরে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন উদ্ধোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু,ফখর উদ্দিন আহমদ বাচ্চু,শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডা.মোফাখখারুল ইসলাম রানা,আক্তারুজ্জামান বাচ্চু বক্তব্য রাখেন ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, গুলি চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। জনতার শক্তি অপ্রতিরোধ্য। আন্দোলনে গণ জোয়ার সৃস্টি হয়েছ। এই গণ জোয়ারে খুনী সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ । বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনকে যারা রক্তস্নাত করেছে ,তাদের বিচার হবে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধান মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে দয়া দেখানোর প্রয়োজন নাই, ভ্যানিটি ব্যাগ থেকে বন্দী গণতন্ত্র ,আইনের শাসন ,রাজনীতি মুক্ত করে দেন, বেগম খালেদা জিয়ার মুক্তি সুনিশ্চিত হবে।
অ্যাড. ওয়ারেস আলী মামুন বলেন, ৪৪ বছরে বিএনপি জনগণের আস্থা, ভালোবাসা, সমর্থনে গণমানুষের প্রিয় দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি, শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। সে কারণে তারা ফ্যাসিবাদী আচরণ করছে। রাজনৈতিক প্রতিহিংসায় তারা দেশ গঠনে বিএনপির অবদান এমনকি, মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার স্বর্বজন স্বীকৃত গৌরবজনক অবদানও অস্বীকার করছে।
ডা.মাহবুবুর রহমান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশী রায় দিয়ে রাজনীতি এমনকি দুনিয়া থেকেও মাইনাস করতে চাচ্ছে।
তিনি বলেন, মন্ত্রী-নেতাদের মিথ্যাচার, উস্কানীমূলক কথাবার্তা দেশকে উত্তপ্ত ও সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার দয়ায় যিনি দেশে ফিরে এসে বাকশালের কফিন থেকে বের করে আওয়ামী লীগ নামে রাজনীতি করছেন, তিনি তাঁকে দয়া প্রদানকারী শহীদ জিয়ার স্ত্রীকে দয়ার কথা বলছেন। এটা রাজনীতির নির্মম পরিহাস মাত্র।
সম্মেলনে ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রতি ওয়ার্ড থেকে শীর্ষ ৫ নেতার সুপারিশে তথা ৪৫ জন কাউন্সিলরদের ভোটে সর্বসম্মতিক্রমে আলেক চান দেওয়ানকে সভাপতি ও মোশাররফ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় আরো উপস্থিন ছিলেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডা.মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম খসরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।