জয়পুরহাটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৬ এএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৪তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও ইন্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে জয়পুরহাট জেলা বিএনপির এক বর্ণাঢ্য র্যালী এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মমতাজ উদ্দিন মন্ডল সাবেক সভাপতি জয়পুরহাট জেলা বিএনপি ও ১ নং সদস্য আহবায়ক কমিটি জয়পুরহাট জেলা বিএনপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব ফয়সল আলিম সদস্য,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্জিনিয়ার গোলাম মোস্তফা সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক এমপি জয়পুরহাট -২।
আরোও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এ্যড নাফিজুর রহমান পলাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার লিয়াকত হোসেন, আনিসুর রহমান তালুকদার, গফুর মন্ডল, আব্দুস ছামাদ বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন, আক্কেল পুর থানা বিএনপির সদস্য ও সাবেক পৌর যুবদলের সভাপতি এম কেরামত আলী, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, সদস্য বেলায়েত হোসেন বেনু, সেন্জু, তারেক সহ অনেকে।
উপস্থিত ছিলেন, কালাই থানা বিএনপির সদস্য ও জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.মোজাহেদুল ইসলাম রাজু, কালাই থানা বিএনপির সদস্য আবদুস সবুর, মামুনুর রশীদ সরকার, আক্কেলপুর পৌর বিএনপির সদস্য ওয়াহেদ প্রমানিক, সাবেক ছাত্রনেতা রায়হান খান, মামুনুর রশিদ মামুন, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক টুকু, যুগ্ম আহবায়ক মর্তুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, জেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের ১নং সদস্য ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাড.রহুল আমিন ফারুক, তুষার, আনিসুর মাষ্টার, শফিকুল ইসলাম, রতন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাইসুল আলম রিপন, মাহফুজ শুভ,রাব্বি শেখ, ছাত্র নেতা ইমন শাকিউল সহ নেতৃবৃন্দ।