আদমদীঘিতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আজ বৃহম্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় সান্তাহার পৌর যুবদল কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পৌর বিএনপির কার্য্যালয় সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনে ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সাবেক থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা, মহিলা নেত্রী বাবলী আক্তার, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, শ্রমিক দলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষক দলের নেতা আকবর আলী মিঠু, সাইফুল ইসলাম খোকন, পৌর মৎসজীবি দলের সভাপতি লোকমান, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি সহ ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৪ পাউন্ডের একটি বিশাল কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।