সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খাগরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উত্তর সাতকানিয়া বিএনপির সিনিয়র নেতা, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা এস এম নূরুল হক ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই জনবিচ্ছিন্ন সরকারের পতন হবে গণ আন্দোলনের মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তাই আমাদের সকল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
সভাপতির বক্তব্যে বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, আজ সারা অবৈধ ভোট চুর সরকারের বিরুদ্ধে প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড় পর্যায়ে বিএনপি এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়ে গেছে, সুতরাং এই সরকারের পতন এখন সময়ের দাবী মাত্র।
এতে আরো উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন বি এনপির সাবেক অর্থ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, ৬ নং ওয়ার্ড় বি এনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড় বি এনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ৯ নং ওয়ার্ড় বি এনপি সাবেক সাধারণ মাহাবুবুর রহমান, বিএনপি নেতা এ আর বাদশা প্রমূখ।
উক্ত বিক্ষোভ মিছিল টি খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া থেকে শুরু হয়ে ভোরবাজার পর্যন্ত গেয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এতে খাগরিয়া ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।