রাজশাহী মতিহার থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় শনিবার বিকেলে রাজশাহী মহানগরের মতিহার থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ নগরীর বিনোদপুর এলাকা হতে বিক্ষোভ মিছিল বের করে বিনোদপুর বাজার প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম মাথায় এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন মতিহার থানা সাবেক যুবদল নেতা আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়িালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, আহ্বায়ক কমিটির সদস্য সদর আলী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহিলা দল নেত্রী জুবাইদা খানম রিতা, শাহিনা আক্তার রোজি ও তানিয়া, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, এই সরকারের পায়ের নিচে আর মাটি নাই। এখন ভুতের মত শুন্যে ভাসছে। যে কোন সময় মাটিতে আঁচরে পরে ক্ষমতা থেকে বিতারিত হবে। কিন্তু এর আগে জনগণকে শেষ ভোগান্তিতে ফেলেছে। সেইসাথে বিরোধীদলকে দমনে আইনশৃংখলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার শুরু করেছে। তিনি আরো বলেন, বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর মুল কারন হচ্ছে এই অবৈধ মেশিন ব্যবহার করে আবারও অবৈধভাবে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতায় নিয়ে আসার ষড়যন্ত্র করছেন এই নির্বাচন কমিশন।
কিন্তু সে আসা পুরণ হবে না উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবেনা। আর এই তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে এই সরকারকে বিতারিত করতে হবে। সেজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সরকার হটাও আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনকে আরো বেগমান এবং সামাজিক আন্দোলনে রুপ দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।