ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে : আবুল হাশেম বক্কর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৫ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছেন। আমরা বলতে চাই, ইভিএম কেন, বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনেই যাবে না বিএনপি। আওয়ামী সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশের দুরাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আজ শনিবার (২৭ আগস্ট) বিকালে তিনি নগরীর সাগরিকা মোড়ে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে পাহাড়তলী থানা বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণমিছিল সাগরিকা মোড় থেকে শুরু হয়ে সিডিএ মার্কট হয়ে হাজী ক্যাম্পে গিয়ে শেষ হয়।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে বিদেশীদের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্থানের হারাদার বাহিনীর সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অন্য দেশের কাছে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। বাংলাদেশের মানুষ আরেকটি যুদ্ধ করবে, আর সে যুদ্ধ হবে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় করে না। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছি।
পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার পরিচালনায় গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম মঞ্জু,মহানগর যুবদলের সভাপতি মোশারফিল দীপ্তি, মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডেপটি, মহানগর বিএনপি নেতা আরিফ মেহেদী, আজাদ বাঙ্গালী, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ওয়ার্ড বিএনপি সভাপতি খাজা আলাউদ্দিন, মো. সাইফুল, সাধারণ সম্পাদক শফিউল্লাহ, মহানগর যুবদলের সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন,দিদারুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক জিয়াউল হুদা শাহরিয়ার জিয়, সম্পাদক মো. সগির, মিজিানুর রহমান দুলাল, মো. হোসেন, আহাদ আলী সায়েম, মনজুর আলম, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব রাজু খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দেলোয়ার বাবু, পাহাড়তলী থানার আহবায়ক আনিসুজ্জমান পাটোয়ারী টুটুল, সদস্য সচিব এসকান্দর মির্জা, নগর সদস্য মো. রাজিব, থানা ও ওয়ার্ড বিনএনপি নেতা জহুর মিয়া, মো. জাফর, মাহাবুব আলম, রাজ্জাক খান, নূর সেলিম বাঙ্গালী, মাসুম ভুইয়া, মো. মোর্শেদ, ওমর সওদাগর, এনামুল হক, ফখরুল হাসান চৌধুরী, পাহাড়তলি থানা ছাত্রদলের সচিব আহবায়ক মোহাম্মদ আবীর,সদস্য সচিব আসলাম উদ্দিন হিমু।