গণতন্ত্র-মানবাধিকার হরণকারীরা ভয়ে 'টেইক ব্যাক বাংলাদেশ' শ্লোগান নিয়ে মিথ্যাচার করছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাঁর 'টেইক ব্যাক বাংলাদেশ' শ্লোগান নিয়ে মিথ্যাচার করছে।
তিনি বলেন, টেইক ব্যাক বাংলাদেশ' মানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকার ও জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা। মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা সরকারের মিথ্যাচার জনগণ আমলে নেয় না। জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, শ্লোগান, নীতি, কর্মসূচি গ্রহণ করছে, সেজন্য আওয়ামী লীগ ভীত এবং মিথ্যাচার করছে।
আজ শনিবার (২৭ আগস্ট) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রতিদিন আওয়ামী নেতাদের বিএনপির বিরুদ্ধে বিষোদগারের নিন্দা জানিয়ে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, দেশ ও জনগণের জন্য তাদের রাজনীতি নয়, সেজন্যই চরম দর্দিনে জনগণকে বাঁচাতে কোনও পদক্ষেপ না নিয়ে নিজেরা বাঁচতে বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচার করছে।
তিনি বলেন, গণদাবী উপেক্ষা করলে সরকারের পতন অবশ্যম্ভাবী, সরকারে টিকে থাকা আওয়ামী লীগের দিবাস্বপ্ন। তিনি আরও বলেন, দেশ ও জনগণকে নিয়ে বিএনপি ভাবে বলেই, আওয়ামী লীগ এর দূর্ণীতি, লুটপাট, অগণতান্ত্রিক, গণবিরোধী কাজ, দুঃশাসন, জনদূর্ভোগের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে আছে। বিএনপি জনগণের দুঃখ কষ্টে তাদের পাশে আছে বলেই আওয়ামী সরকারের ব্যার্থতায় নজিরবিহীন লোডশেডিং, জ্বালানী তেল, সার, নিত্যপণের অগ্নিমূল্যের প্রতিবাদে গ্রাম-শহরে পাড়া, মহল্লায় বিক্ষোভ করছে। জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভে জনজোয়ার সৃস্টি হয়েছে। বিএনপি সরকার পতনের কথা বলছে দেশ ও জনগণ এবং গণতন্ত্র, সুশাসন, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। আর জনবিচ্ছিন্ন ওয়ামী লীগ ষড়যন্ত্র করছে দেশী বিদেশী শক্তির হস্তক্ষেপে দেশকে বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতার মসনদে টিকে থাকতে। জনগণ তা হতে দেবে না।
তিনি বলেন, চলমান বিক্ষোভ দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে ইনশাআল্লাহ।
কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ হান্নান এর সন্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি রুহুল আমিন আকিল, শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল কুলিয়ারচর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এমরান সালেহ প্রিন্সসহ কিশোরগন্জ জেলা ও কুলিয়ারচর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।