এই সরকার আর বেশি দিন নাই : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৮ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার এতদিন বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেছেন দিনে দুই ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারাদিনে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন? আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার কোন ব্যবস্থা নেয় না। কারন সরকার বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন নাই।
মামুন আরও বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই তারা নিজেদের ইচ্ছেমত সব কিছু পরিচালনা করছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। মানুষ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনে সরকার পতন আন্দোলনে ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান ।
গতকাল (২৬ আগস্ট) শুক্রবার বিকাল ৬টায় শাহবাজপুর ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।