উজিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
উজিরপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন, দূর্নীতি এবং ভোলায় নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বালুর মাঠে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের যোগদান কালে বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় ২০ জন নেতাকর্মীরা আহত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। আহতরা উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ও ২ জন বরিশাল শেবাচিম হাসপাতালে রয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের।
আলোচনা সভায় বরিশাল জেলা বিএনপির সদস্য উজিরপুর পৌর বিএনপির টিম লিডার নাসির উদ্দিন জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অথিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক এ্যাডঃ মুজিবুর রহমান নাটু, সদস্য সচিব এ্যাডঃ আক্তার হোসেন মেবুল।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ কচি তালুকদার, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন খান, এস,এম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসাদুজ্জান বাদশা, পৌর বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন বালী, মোঃ ইদ্রিস বালী, গিয়াস উদ্দিন আকন, সাংগঠনিক সম্পাদক রনকুল ইসলাম টুলু, সদস্য রফিকুজ্জামান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব গোমস্তা, পৌর যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, কৃষক দলের আহবাক ফায়জুল হক রাড়ী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব মুরাদ রনি, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন, শোলক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জমাদ্দার প্রমুখ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান সংবাদকর্মীদের বলেন, ডাকবাংলা থেকে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান খান হাইয়ুম এর নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য রওয়না হলে উজিরপুর টেম্পুষ্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় সোলায়মান খান হাইয়ুম খান সহ প্রায় ১০/১২ জন শ্রমিক আহত হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে মাহেন্দ্র যোগে আসার পথে হামলা চালায়। হামলায় আরো ১০/১২ জন আহত হয়। আহতদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে মাদার্শী গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মিলন হাওলাদার(৩৫) গুরুত্বর আহত হয়। আহত মিলন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বক্তব্যকালে বিএনপির নেতাকর্মীরা সরকারের বিভিন্ন দুর্নীতির কর্মকান্ডের কথা তুলে ধরেন।