শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৪ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এবং বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও বিএনপি সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ আগস্ট) আসরের নামাজের পর পরই শমসেরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে মির্জাপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার সমূহ, পাচাউন বাজার, মির্জাপুর বাজার হয়ে বৌলাশীর বাজারে সমাপ্ত হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ তুহিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন তাজু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মকসুদ আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন রাজু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঝাড়ু, মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ মোঃ আবদুল মুহিত নিলু, উপজেলা বিএনপি'র সদস্য মোঃ আব্দুল মতিন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুল মুহিত মিয়া, উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদির, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন, সদস্য সচিব মোঃ সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদ, সদস্য সচিব মোঃ গোলাম সরোয়ার রিমন, সিন্দুর খান ইউনিয়ন ছাদলের সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জেরিন আহমেদ, মির্জাপুর ইউনিয়ন সভাপতি মোঃ সাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সানি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহমেদ, সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ ও জালাল উদ্দিন সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটেখাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতারা।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ, উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতৃবৃন্দ, মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র সর্বস্তরের নেতৃবৃন্দ সহ পৌর, কলেজ ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।