রংপুরে বিএনপির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি‘র যুগ্ম মহাসচিব হারুনার রশিদ এমপি বলেছেন, দেশ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। জাতিসংঘের পরিস্কার কথা সকল গুম খুনের নিরপোক্ষ তদন্ত হতে হবে। সরকার টালমাটাল হয়ে গেছে। প্রধান মন্ত্রীর নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সাহায্য চেয়েছে। দেশের মানুষ আজ বিএনপি‘র দিকে তাকিয়ে আছে। দেশ ও জনগনকে নিশি রাতের সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে বাচাঁতে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আগামী ২২ আগষ্ট থেকে বিএনপি‘র দেশ ব্যাপী সকল উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের শান্তিপূন্য কর্মসূচীতে বাধাঁ দিলে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আজ শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টার বিএনপি‘র বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান বাবু,জাতীয় নিবাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, দিনাজপুর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রিজিয়ানুল হক, মোঃ আখতারুজ্জামান মিয়া, মিসেস বিলকিস ইসলাম, সাইফুর রহমান রানা, অধ্যাপক আমিনুল ইসলাম, ব্যারিস্টার রাজিব প্রধান, রংপুর মহানগর বিএনপি‘র আহবায়ক সামসুজ্জামান সামু,দিনাজপুর বিএনপি‘র সভাপতি মোফাখ্খের হোসেন দুলাল,আফছার রহমান বাবলা,রংপুর জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলাম,ঠাকুর গাঁ বিএনপি‘র সভাপতি মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান,পঞ্চগড় জেলার আহ্বায়ক জহুরুল ইসলাম পাপ্পু,নিলফামী জেলার সভাপতি আলম গীর সরকার,গাইবান্ধার সভাপতি ডা,মইনুল ইসলাম খান,সৈয়দপুরের সভাপতি আঃগফুর প্রমূখ।
সঞ্চলকের দায়িত্বে ছিলেন, রংপুর জেলা বিএনপি‘র সদস্য সচিব আনিছুর রহমান লাকু,মহানগর বিএসনপি‘র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।
নেতাকর্মীরা হুশিয়ারী দিয়ে বলেছেন শহীদের রক্ত বৃথা যেতে দিব না। প্রয়োজনে রক্ত আরো দিব তবুও শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।
সভাপতি বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেছেন, ২২ আগষ্ট থেকে রংপুর বিভাগে বিএনপি লাগাতার কর্মসূচী পালন করবে। এই কর্মসূচীকে জীবন বাজী রেখে সফল করতে হবে। এ জন্যে প্রতিটি নেতাকর্মীকে জনগনকে সাথে নিয়ে এই জুলুম বাজ দখলদার সরকারের লুটপাটের কারনে অস্বাভাবিক দ্রব্যমূল্যের প্রতিবাদে ওয়ার্ডে, পাড়া মহাল্লায় উপজেলা এবং প্রতিটি ইউনিয়নে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রয়োজনে আরো রক্ক দিব তবু এই সরকারের হাত থেকে দেশ ও মানুষ কে মুক্ত করতে হবে।