জন্মাষ্টমীর বক্তব্যে হিন্দু নেতৃবৃন্দদের প্রধানমন্ত্রী দোষারোপ করেছেন : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৭ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'পররাষ্ট্রমন্ত্রী জন্মাষ্টমীর দিনে চট্টগ্রামে যে বক্তব্যে রেখেছেন, আরেকটি বক্তব্যে সম্ভবত আপনারা মনে করতে পারেননি, স্বয়ং প্রধানমন্ত্রী তিনি জন্মাষ্টমীর দিনে বক্তব্যে রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে তিনি আপনাদের (হিন্দু নেতৃবৃন্দ) নেতৃবৃন্দকে দোষারুপ করেছেন। তিনি বলেছেন একটা কিছু ঘটলেই আপনারা ঝাপিয়ে পড়েন, এমন মনে হয় যে, আপনারা হিন্দু সম্প্রদায়ের সবাই অত্যাচারিত হচ্ছেন। অর্থ্যাৎ আপনাদের উপর যখন আঘাত করা হয়, মন্দির বাড়িঘর ভাঙচুর করা হলে যখন প্রতিবাদ করেন, সেই প্রতিবাদটাকে তিনি (প্রধানমন্ত্রী)মনে করছেন আপনারা ভুল করছেন, অন্যায় করছেন, বাড়িয়ে বলছেন, অতিরঞ্জিত করছেন। কিন্তু এটাই সত্যি আজকে বিগত বছর গুলোতে আমরা সবাই অত্যন্ত দুঃখ ও ঘৃণার সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ভাই, যাদেরকে আমাদের নিজস্ব ভাই মনে করি তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের মন্দির-উপসানালয়ে আক্রমণ হয়েছে। শুধু হিন্দু নয় বৌদ্ধ-খ্রিষ্টান সকলের উপর সমানভাবে আক্রমণ করা হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই দেশে কখনেই শান্তি আসবে না, কোনো সম্প্রদায়ের মানুষ, ব্যক্তি নিরাপদে থাকবে না যতক্ষণ, না সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আজকে সেই গণতন্ত্রই এখানে অনুপস্থিত।'
আজ শনিবার (২০ আগস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজন কান্তি সরকার, পরিচালনা করেছেন অমলেন্দু দাস অপু। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
বিএনপি মহাসচিব বলেন, 'আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে এই অবস্থার সঙ্গে শ্রী কৃষ্ণের আর্বিভাবের সময়ের বহুলাংশে মিল আছে। একইভাবে আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত ভারক্রান্ত হৃদয়ে দেখছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। লক্ষ্য করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৬শ বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের উপর মানুষকে। তার স্বীকৃতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তিনি এসে নিজেই বলে গেছেন যে, এই দেশে গুম করা হচ্ছে, বিচারবর্হিভূত হত্যা চলছে।'
তিনি বলেন, 'আজকে সকল মানুষের অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থা প্রেক্ষিতে আজকে জন্মষ্টমীতে শ্রী কৃষ্ণের যে কাজ ছিল তা স্মরণ করতে চাই। অর্থাৎ আমরা ৭১ সালে একসাথে কাধে কাধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমান যুদ্ধ করে ছিলাম। লক্ষ্য ছিল একটি সুস্থ-মুক্ত সমাজ গড়ে তুলবো, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলবো, সেই লক্ষ্য থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিয়ে গেছে বর্তমান সরকার।'
আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার ও বেচে থাকার অধিকার হরণ করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, 'ক্ষমতায় টিকে থাকবার জন্য, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করবার জন্য আজকে তারা সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ কে সত্যিকার অর্থেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।'
তিনি বলেন, 'এখন আমাদের প্রয়োজন অটুট ঐক্য। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই অধিকার যে অধিকারের জন্য ৭১ সালে যুদ্ধ করে ছিলাম সে অধিকারগুলো প্রতিষ্ঠা করা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা। তাই আসুন আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া যিনি আমাদের অধিকারের জন্য লড়াই করছেন এবং লড়াই করার জন্য এখনো অন্তরীণ আছেন তার মুক্তির জন্য, বিদেশ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন তাকে দেশে ফিরিয়ে আনবার জন্য এবং অসংখ্য যুবক তরুণরা যারা মামলার শিকার হয়েছে তাদের মামলা প্রত্যাহার, দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা। পদত্যাগের পর নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, জাতীয় সংসদ বিলুপ্ত করা এবং নতুন একটি নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে এনে একটা পার্লামেন্ট-সরকার গঠন করা। এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব এটাই হউক জন্মষ্টমীর দিনে প্রার্থনা।
ফুলের তোড়া দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন স্বর্গীয় সাবেক মন্ত্রী ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টে'র প্রতিষ্ঠিতা গৌতম চক্রবর্তী'র স্ত্রী দীপালি চক্রবর্তী।
জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিতাই রায় চৌধুরী, সুকোমল বড়ুয়া, সুব্রত চৌধুরী, সুশীল বড়ুয়া, জয়ন্ত কুমার কুন্ড, রামকৃষ্ণ মিশন পূর্নধানন্দ, ইসকন ঢাকা দ্বিজননি, বিশ্বনাথ সরকার, গৌরাঙ্গ দাস, পুরোহত বিজয় পান্ডে, স্বাধীন কুন্ড, সুকৃতি মন্ডল, মিলটন বৈদ্য, তরুণ দে, কামাক্ষা চন্দ্র দাস, দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, বিশ্বনাথ সরকার, সুরঞ্জন ঘোষ প্রমুখ।