আওয়ামী সরকার ১৪ বছর নিষ্ঠুর দুঃশাসন চালিয়েছে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ এএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৫৭ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,যে সরকার জনগণকে শোষন করছে, যারা জনগণের কষ্ট বোঝে না, জনগণের কথা চিন্তা না করে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয়,যারা ভোটাধিকার কেড়ে নেয়,তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। সরকার অনৈতিক শাসন চালাতে গিয়ে ১৪ বছর নিষ্ঠুর দুঃশাসন চালিয়েছে।
গতকাল বুধবার (১৭ আগস্ট) এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বালিগাঁও বাজারে 'হাট সভার বক্তব্যে এ কথা বলেন।
হাটসভায় তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মানুষ এমনিতেই জর্জরিত তার ওপর লোডশেডিং, জ্বালানী তেল, সারসহ প্রতিটি পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের ব্যর্থতায় প্রতিটি পন্যের অগ্নিমূল্য জনবিচ্ছিন্ন সরকারের গায়ে উত্তাপ লাগে না কিন্তু জনগণ পুড়ছে।
তিনি বলেন, সরকারের দুর্নীতি, দুঃশাসনে দেশ আজ খাদের কিনারায়। তিনি অবিলম্বে নিত্যপণ্য, জ্বালানী তেল, সারের মূল্য কমান এবং লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবী জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিগত ১৪ বছর সরকার বিএনপির সাথে চরম ফ্যাসিবাদী আচরণ করেছে। তিনি বলেন, ৩৬ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা, ছয় শতাধিক নেতাকর্মী গুম, সর্বোপরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায়, নিষ্ঠুর আচরণ, নিয়ন্ত্রিত রাজনীতি, নিয়ন্ত্রিত নির্বাচন যদি প্রধানমন্ত্রীর উদারতা হয়ে থাকে, তবে কঠোরতা কেমন হবে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেদের ফ্যাসিবাদী শাসন, নিষ্ঠুরতা, অগণতান্ত্রিক ও গণ বিরোধী চরিত্র আড়াল করতে জনগণকে উদারতার ছবক দিচ্ছেন।
তিনি বলেন, সরকারের উদারতার নমুনা এদেশের মানুষ ১৪ বছর যাবত দেখছে। দেশী-বিদেশী চাপে হয়তো এখন সভা, সমাবেশে বাধা দিতে পারছে না, কিন্তু দমন, নিপীড়ন, হত্যা, নির্যাতন অব্যাহত আছে। এসব মোকাবেলা করে বিএনপি টিকে আছে, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে।
৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হাটসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা যুবদলের নয়ন মিয়া, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ঘোষগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহরিয়ার আকন্দ শাওন, যুবদল নেতা আল আমিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
পরে এমরান সালেহ প্রিন্স বালিগাঁও বাজারে গণ সংযোগ করেন। এসময় তিনি জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এর আগে এমরান সালেহ প্রিন্সসহ ধোবাউড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ঘোষগাঁও ইউনিয়নের বামন বঁধুয়া গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপির সদ্য প্রয়াত সভাপতি সাবেক গ্রাম সরকার প্রধান আবদুল মান্নান সরকারের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার বাড়ীতে পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।