যুক্তরাষ্ট্র বিএনপি'র ৩টি কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ এএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০১ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আজ বুধবার (১৭ আগস্ট) বিএনপির যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক উত্তর ও দক্ষিণ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই তিন কমিটির প্রতিটি ৪১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক করা হয়েছে- মো. অলিউল্লাহ আতিকুর রহমানকে (কুমিল্লা)। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সি. যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (চট্টগ্রাম), যুগ্ম আহ্বায়ক এবাদ চৌধুরী (সিলেট), মতিউর রহমান লিটু (বরিশাল), আমিনুল ইসলাম চৌধুরী (কুমিল্লা), নাসিম আহমেদ (নোয়াখালী), শহিদুল ইসলাম শিকদার (ঝালকাঠি), বদরুলহ হক আজাদ (চট্টগ্রাম), কাওসার আহমেদ (সিলেট), নীরা রাব্বানী (বরিশাল), দেওয়ান কাওসার (ঢাকা), হুমায়ুন কবির (চাঁদপুর), মো. আশরাফ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), মো. আরিফুর রহমান (গাজীপুর), আনিসুর রহমান (মানিকগঞ্জ)। সদস্য সচিব সাইদুর রহমান সাইদ (ব্রাহ্মণবাড়িয়া)। যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ (নোয়াখালী)। সদস্যরা হলেন, জসিম উদ্দীন ভিপি (কুমিল্লা), বীর মুক্তিযাদ্ধা ওয়াহেদ আলী মন্ডল (বগুড়া), বীর মুক্তিযাদ্ধা মশিউর রহমান, মো. বশির (নেত্রকোনা), মো. মোতাহার হোসেন (নোয়াখালী), গোলাম হোসেন (নোয়াখালী), মাহবুবুর রহমান মুকুল (নরসিংদী), মিয়া আলীম পাখী (মুন্সীগঞ্জ), ইন্জি. তাজুল ইসলাম চেয়ারম্যান ( কুমিল্লা), সাইফুল ইসলাম (বগুড়া), হাবিবুর রহমান (নারায়ণগঞ্জ), মো. রইচ উদ্দীন (কুষ্টিয়া), আব্দুল কাইয়ুম (নরসিংদী), মাইনুল করিম টিপু (নোয়াখালী), আমিনুর রহমান খোকন (দিনাজপুর), মাইনুল হাসান মুহিদ (খুলনা), ফয়সল মাহমুদ (ঢাকা), জিয়াউর রহমান মিলন (ঢাকা), কাজী আসাদ উল্লা (কুমিল্লা), কামাল উদ্দীন (ঢাকা), জসিম উদ্দীন (হবিগঞ্জ), হাজী জহিরুল ইসলাম (কুমিল্লা), আলমগীর হোসেন (নোয়াখালী) ও রুবেল হাসান (পাবনা)।
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি : আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন (সিলেট), সি. যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এ জি এম জাহাংগীর হোসাইন (ঢাকা), এমরান শাহরন (বরিশাল), আব্দুর রহিম (সিলেট), শরিফুল ইসলাম খালিশদার (সিলেট), সৈয়দ গাওসুল হোসেন (মৌলবী বাজার), এ আর মাহবুবুর হক (কুমিল্লা), বায়তুল্লাহ শাহীন (নোয়াখালী), আনোয়ার হোসেন জাহিদ (যশোর), মিসেস এড. রেজোয়ান রাজ্জাক (সিরাজগঞ্জ), মো. আমির হোসেন (মাদারীপুর), মানিক আহমেদ (সিলেট), শাহীন চৌধুরী (চট্টগ্রাম) ও আনোয়ার হোসেন লেবু (সিরাজগঞ্জ)। সদস্য সচিব ফয়েজ চৌধুরী (সিলেট), যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান (কুমিল্লা)।
সদস্য ড. নুরুল আমিন পলাশ (মাদারীপুর), জাফর তালুকদার (বরিশাল), সেবুল খান মাহবুব (সিলেট), মো. আশরাফুজ্জামান (পঞ্চগড়), মো. আলী রাজা (সিলেট), আব্দুল রহিম সেলিম (ফেনী), সুয়েবর আহমেদ (সিলেট), শাহ কামাল উদ্দীন (সিলেট), মো. ইসমাঈল (নোয়াখালী), লিয়াকত আলী (সিলেট), আবুজাফর ফরাজী (পিরোজপুর), ইমতিয়াজ আহমেদ বেলাল (সিলেট), সৈয়দ আজিজুল হক (চট্টগ্রাম), দিলরুবা বেগম (ঢাকা), রানা মাসুম (নোয়াখালী), সেলিম উদ্দীন (কুমিল্লা), মিসেস দিলরুবা আক্তার মায়া (চট্টগ্রাম), মিসেস কাওসার আক্তার ভুঁইয়া (নোয়াখালী), জিয়াউল আহমেদ জামিল (সিলেট), হামিদউল্লা হামিদ রকি (ঢাকা), ফাহিম শাকিল অপু (সিলেট), আমিনুল ইসলাম (টাংগাইল), বাচ্চু মিয়া (নারায়ণগঞ্জ) ও মোহাম্মদ আলী (বগুড়া)।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি : আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা (বরিশাল), সি. যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসাইন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এমলাক হোসাইন ফয়সল (চট্টগ্রাম), রুহুল আমিন নাসির (বরিশাল), খলকুর রহমান (সিলেট), আলমগীর মৃধা (নরসিংদী), জিয়াউল হক মিশন (বরিশাল), নাসির উদ্দীন (ময়মনসিংহ), দেলোয়ার হোসেন শিপন (ঢাকা), শাহাদাত হোসেন রাজু (কুমিল্লা), মো. রিপন মিয়া (সিলেট), কামাল উদ্দীন দিপু (শরিয়তপুর), মিসেস জোহরা বেগম (চট্টগ্রাম), রেজবুল কবীর (বরগুনা) ও শেখ জহির (শরিয়তপুর)।
সদস্য সচিব বদিউল আলম (চট্টগ্রাম), যুগ্ম সদস্য সচিব সাইদুরব খান ডিউক (কিশোরগঞ্জ), সদস্য আবু তাহের (চট্টগ্রাম), এড. আরিফ চৌধুরী (চট্টগ্রাম), গোলাম এন হায়দার মুকুট (দোহার), একেএম আজিজুল বারী তিতাশ (বি বাডিয়া), সুমন সরদার (যশোর), কৃষিবিদ মো. সোলাইমান (চাঁদপুর), কামাল হোসেন হাওলাদার (বরিশাল), আবিদুল মান্নান হোসাইন (টঙ্গী), সাখাওয়াত আজাদ (সিলেট), তরিকুল ইসলাম প্রিন্স (পিরোজপুর), সুলতান আহমেদ ভুঁইয়া (লক্ষ্মীপুর), জামাল হোসেন (কুমিল্লা), মো. মহসিন (বরিশাল), নুর এ আলম (কুমিল্লা), শরীফ চৌধুরী পাপ্পু (ঢাকা), আব্বাস উদ্দীন (মাগুরা), ফারদিন রনি (বরিশাল), মিজানুর রহমান মিজান (চাঁদপুর), মারুফ আহমেদ (গাজীপুর), হাসান আহমেদ (সিলেট), মো. হাসান (বরিশাল), মো. নুরুল হুদা (চট্টগ্রাম), নাজমুল করিম কিরন (ঢাকা) ও জামাল রহমান চৌধুরী (ঢাকা)।