স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি :
১। ১৯ আগস্ট ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২। ঐদিন সকাল ১০ টায় দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন।
৩। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন।
৪। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগষ্ট ২০২২ বিকেল ২ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি।
৬। বৃক্ষরোপণ কর্মসূচি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের কর্মসূচি :
১। জেলা ও মহানগরীসহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ১৯ আগস্ট ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২। নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ।
৩। ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন।
৪। আলোচনা সভা/র্যালী।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং সারাদেশের উপরোল্লিখিত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের জন্য আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।