বগুড়ায় কোকোর জন্মদিন উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরন ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১১:৪৯ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ছোট ভাই সফল দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৩ তম জন্মদিন উপলক্ষে অন্ধ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন এবং দোয়া মাহফিলের আয়োজন করেন বগুড়ার রিমন হোসেন সনি এবং মোঃ নিশা হাসান সুমন নামে বিএনপির সমর্থক দু কর্মী।
তারা জানান, আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সর্বদা দেশের উদীয়মান যুবসমাজকে নেশা ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নিজ প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নিরলস কাজ করেছেন,চেষ্টা করেছেন ক্রীড়াঙ্গনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে উচু কাতারে উঠাতে, যার ফলস্বরূপ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে মাদকের ভয়াল ছোবল থেকে বিরত থেকে যুব সমাজ, নিজ কর্ম ও খেলাধূলা মত্ত থাকতেন।
মোঃ নিশা হাসান সুমনের সঞ্চালনায়, রিমন হোসেন সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিস্ট আব্দুর রহিম বগরা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহসিন আলী রাজু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাশ এবং দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি কালাম আজাদ, দৈনিক প্রত্যয় এর ব্যুরো প্রধান রাকিবুল হাসান শান্ত।
অনুষ্ঠানটি গতকাল রোববার বাদ জহর তাহফিজুল কোরআন অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া শেষে সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।