পিরোজপুরে ছাত্রদল নেতা সহ নাজিরপুরের ছাত্রনেতা ছাত্রলীগের হামলায় আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৬ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
পিরোজপুর জেলা সদর বিএনপি কার্যালয়ের সামনে কেন্দঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচী পালন শেষে পিরোজপুর ছাত্রলীগের অতর্কিত হামলায় গুরুতর আহত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ নাজিরপুররের ছাত্রনেতা ডজন খানেক আহত।
জানা গেছে ১২ই আগস্ট দুপুর ২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রঘোষিত কর্মসূচী পালন করতে গেলে নাজিরপুর থানার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী ঐ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করলে বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে জেলা ছাত্রলীগের একটি স্বসস্ত্র দল নেতৃবৃন্দের উপরে অতর্কিত হামলা চালায়।
হামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, রুবেল ও ছাত্রনেতা মুন্না সহ নাজিরপুরের এনামুল হক পলাশ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক, সেরাজুল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা সদর স্বেচ্চাসেবক দল। জোবায়ের মোল্লা, সভাপতি, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদল, ইমন, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদল, রইস হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের কর্মী, আসাদুল, স্বেচ্ছাসেবক দল কর্মী, এমরান মোল্লা, শেখ মাটিয়া ইউনিয়া ছাত্রদলের কর্মী, শুভ, মালিখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মী, নোমান মল্লিকদ, যুবদল নেতা, রমজান, শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী, শুকুর, শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সহ আরো অনেকে।
আহতদের ঐ দিন সন্ধ্যার পরে জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী ও প্রবীণ বিএনপি নেতা ওয়ার্ড কমিশনার পিরোজপুর সদর, আব্দুস সালাম বাতেন ও যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান ও ঢাকা শাহাবাগ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন ডাকুয়া, আহত রোগীদের নাজিরপুর হাসপাতালে খোঁজ-খবর নেন।
এ সময় নেতৃবৃন্দ এ প্রতিনিধিকে জানান, আওয়ামীলীগ আজ দেশে পাগল পারা হয়ে গেছে, বিএনপি জনগণের পক্ষে গ্যাস, তেল, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে যে সকল মানুষ পুলিশের গুলিতে হত্যা হয়েছে, তাদের প্রতিবাদ ও বিচারের দাবি করতে গেলে আওয়ামীলীগের স্বশস্ত্র গুন্ডা বাহীনি হায়নার রুপ ধারন করে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শেসে এভাবে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করে এবং গাড়ী ভাংচুর ও করে আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।