দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ পিএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত ছাত্রদল সভাপতি হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় র্কমসুচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপি দলীয় র্কাযালয়ের সামনে নেতাকর্মী প্রতিবাদ সমাবেশের প্রস্তুুতি গ্রহণ করলে পুলিশি বাধার মুখে অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মরশেদ স্বপন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি।
সমাবেশে বাগেরহাট কৃষকদলের আহবায়ক আসবুদ্দৌলা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা জাহিদুল ইসলাম পান্না, বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল হোসাইন, বিএনপি নেতা এ্যাড এস এম সাজ্জাত হোসাইন, যুবদল সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এলামি মল্লিক আলম, পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্না, সদর থানা যুবদলের আহবায়ক ফেরদাউস বাপ্পি বাবু,সদস্য সচিব মহিদুল ইসলাম, কচুয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মশিউর রহমান মুক্তা, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শোহেবুব রহমান সাদ্দাম, ছাত্রদলের সদর থানা সদস্য সচিব হাবিব আহম্মেদ, ছাত্রনেতা মুন্না আহসান, রিয়াদ শেখ প্রমুখ। বিএনপি ও অংঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ সহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জনপ্রতিনিধিত্বহীন গণবিরোধী মাফিয়া সরকার পুলিশ দিয়ে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেনা। দেশের প্রতিটা সেক্টরেই দুর্নীতির মহাসমুদ্র সৃস্টি করেছে। লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। তেল দাম বৃদ্ধিতে বাস ভাড়া বেড়েছে। ভোলা জেলায় ছাত্রদল সভাপতি ও সেচ্ছাসেবক নেতাদের হত্যা করা হয়েছে। মুখে উন্নয়নের কথা বলে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। বিএনপি গণমানুষের দল। নেতাকর্মীদের হত্যা করে মামলা দিয়ে হামলা করে গণমানুষের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক কিংবা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রতিবাদ সমাবেশে সরকারের প্রতি আহবান জানান।