বগুড়ায় ৫৩তম জন্মদিনে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:২৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিবস উপলক্ষে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের আয়োজনে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা -এ মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের সকল সদস্য’র জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপার্সনের উপদেষ্ট পরিষদের সদস্য সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাহববুর রহমান বকুল, তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি শাহ মো: শাজাহান আলী, বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম টুকু, অ্যাড মোজাম্মেল হক, অ্যাড. আলী আজগর, অ্যাড. মতি মন্ডল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জহুরুল ইসলাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশেদ মিটন, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, শামীম রেজা শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লিমন, হাসানুজ্জামান পলাশ, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল ইসলাম হুদা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সভাপতি আব্দুল আজিজ হিরা, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, সাইদুল ইসলাম, লিটন শেখ বাঘা, সৌরভ হোসেন, জাহাঙ্গীর মানিক সরকার, এনামুর রশিদ চন্দন, সৈয়দ নাহিদ হাসান, সোয়েব ইসলাম অভি, হাবিবুর রশিদ সন্ধান, রাফিউল ইসলাম, আল আমিন সরকার, হারুনুর রশিদ হিরণসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লীগণ অংশগ্রহন করেন।
এছাড়া পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা রেজাউল করিম লাবু, আব্দুলহেল বাকি লিপন, উজ্জ্বল হোসেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লী এবং প্রান্তিক মানুষের মাঝে তবারক বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমান মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের।