এ বছরই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার অনেক আগেই বুঝতে পেরেছে ঘুঘু একবার দুইবার ধান খেয়ে যেতে পারে কিন্তু পরের বার আর সে ধান খাওয়ার সুযোগ পায় না। ২০১৪ সালে একবার ধান খেয়েছে এরপর ২০১৮ সালে ভোটের আগের দিন রাতে ভোট শেষ করে ভোটারবিহীন সরকার আবার ক্ষমতায় এসেছে। এবার সরকার বুঝতে পেরেছে ২০২৩ সাল নয় এ বছরই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা এতদিন দাম্ভিকতা করে তাদের বক্তৃতায় বলেছেন আমরা এখন আর ভিক্ষা করি না আমরা এখন ভিক্ষা দেই। আমরা এখন ঋণ করি না আমরা এখন ঋণ দেই। জনগণকে মিথ্যাচার করে বাংলাদেশকে আজ চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন তারা।
সরকার এতদিন বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেছেন দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারা দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন? আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার কোন ব্যবস্থা নেয় না। কারন সরকার বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন নাই। চলে যাওয়ার আগে যা খাওয়ার লুটেপুটে খেয়ে যাওয়ার চেষ্টা করছেন।
জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় মাত্রায় বৃদ্ধি করায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। যানবাহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিচারহীনতার কারণে আজকে দেশের মানুষের জীবন শংকিত। তাই এই সরকারকে আর কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সাথে রাজপথে প্রস্তত থাকার আহ্বান জানান।
আজ শুক্রবার সকাল ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে জামালপুর জেলা বিএনপি আয়োজিত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতে লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, মনজুর কাদের বাবুল, কাজী মসিউর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমূখ। সমাবেশে বিএনপির অংগসংগঠনের সকল নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন।