বন্ধের দিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এ যেন ক্যু - পরশ ভাসানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শুক্রবার বন্ধের দিন রাতের আঁধারে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী।
আজ শনিবার (০৬ আগস্ট) তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, এ যেন ঘুমিয়ে থাকা শহরের মাঝে এক ক্যু! বিবৃতিতে তিনি আরও বলেন, রাতের অন্ধকারে ঘোষণা দিয়ে হঠাৎ করে বাড়ানো হলো তেলের দাম। কোনো প্রস্তুতি নেই, জনগণের সঙ্গে কোনো আলাপ-আলোচনা নেই। একের পর এক উন্নয়নের কথা বলে এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে।
তিনি আরো বলেন, আমরা এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তবে সরকারের কাছে এর প্রত্যাহার দাবি করি না কারণ তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এখন আমাদের প্রধান লক্ষ্য দেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।