ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩২) মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্ত্বর থেকে মিছিলটি বের করে দলটির নেতাকর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পাশর্^বর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিএনপি ও ছাত্রদল নেতাদের নিপীড়ন এবং হত্যার প্রতিবাদ জানান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, ওমর শরীফ, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, সৌরভ, রনি, সাক্ষর, মামুন, ফখরুল ও তৌহিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৩১ শে জুলাই ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয় নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছসেবক দল নেতা আব্দুর রহিম। এছাড়া পুলিশের গুলিতে গুরুতর আহত হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম (৩২)। পরে গত ৩ আগস্ট লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।