রক্তাক্ত সিঁড়ি বেয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে : মিফতাহ্ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। চারিদিকে চোখে অন্ধকার দেখছে। বিএনপি যখনই এদেশের মানুষের পক্ষে কথা বলে আওয়ামী লীগ তখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাকান্ড চালায়। শুধু আব্দুর রহিম-ই নয় তারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের হত্যা করেছে। রাজপথে ঝড়ানো এসব রক্ত বৃথা যাবেনা। আব্দুর রহিমের রক্তের বন্যায় আওয়ামী ভেসে যাবে ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার বিকেলে দেশব্যাপী বেপরোয়া লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে বিনা উষ্কানিতে পুলিশের গুলিতে বিএনপি নেতা আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহবায়ক রুকশানা বেগম শাহনাজ, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ, মামুনুর রশীদ মামুন, রফিকুল বারী রোমান, মন্তাজ হোসেন মুন্না, মালেক আহমদ, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ সাবেক বিএনপি নেতা সৈয়দ ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নোহেল, লুৎফুর রহমান, সোহেল আহমেদ, মঞ্জুর আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, মারুফ মারুফ আহমদ টিপু, আব্দুল মান্নান, নুরুল ইসলাম প্রমুখ।