বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে বিএনপি'র কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার বিকেলে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের পাদদেশ থেকে মিছিলটি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া বাজারে এসে শেষ হয়। এসময় অব্যবস্থাপনার প্রতিবাদ জানান তারা।
মিছিলে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, রোকনউদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, তরিকুল ইসলাম সৌরভ, রক্তিম মজুমদার, তামিম, আব্দুর রহমান, সাক্ষর, মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে গত রবিবার (৩১ জুলাই) ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে আব্দুর রহিম (৪০) নামে সেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়।