ভোলায় পুলিশের গুলিতে আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গতকাল বিএনপি ঘোষিত সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা'র প্রতিবাদে ভোলা জেলা বিক্ষোভ সমাবেশ পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদর থানা সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার (০১ আগস্ট) নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে গায়েবানা নামাজের জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা জেলা ছাত্রদলের সভাপতি গুরুতর আহত নুরে আলমকে দেখতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে যান।
এ সময় তিনি চিকিৎসকদের কাছে থেকে আহত নুরে আলমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান চিকিৎসকদের মাধ্যমে আহত নেতা কর্মীদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।
এ সময় মহাসচিবের সাথে ছিলেন নুরে আলমের বড় ভাই মোঃ আবুল কাশেম, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেনিন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ পারভেজ রেজা কাকন, ডাঃ শাহীনুল ইসলাম, ছাত্রদল নেতা কাজী মোক্তার হোসেন, রাশেদ ইকবাল প্রমুখ।