সংকটকে গুজব বলে প্রচার করছে সরকার : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অপপ্রচার আর গুজব আতংকে ভুগছে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মজুদকৃত জ্বালানি তেল, মূল্যস্ফীতিসহ যেকোন জাতীয় সংকটকে গুজব বলে প্রচার করছে তারা।
আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের চলমান বিদ্যুৎ, জ্বালানি সংকটের কারণ এবং সমাধানের গুচ্ছ প্রস্তাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনডিএম এ মতবিনিময় সভার আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট প্রকল্পগুলোর চুক্তি নবায়ন করে দুর্নীতিকে উষ্কে দিয়েছে সরকার। জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ আজ উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কিভাবে স্বনির্ভর জ্বালানি নীতি বাস্তবায়ন সম্ভব, জ্বালানি কূটনীতির মাধ্যমে কিভাবে ডলার সাশ্রয় করা যায় এবং বায়োম্যাস এবং নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে কিভাবে প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমানো সম্ভব।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে আমরা সকাল ৭.০০টা থেকে কর্মঘণ্টা শুরু করতে এবং সপ্তাহের ১দিন “ওয়ার্ক ফ্রম হোম” চালুর প্রস্তাব করছি। তেল আমদানিতে ডলার বাঁচাতে পরিবহন খাতে তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালুর প্রস্তাবও রয়েছে আমাদের আজকের প্রবন্ধে। এছাড়াও গত এক যুগে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের জোর দাবি জানাচ্ছি আমরা। সভায় এনডিএম থিংক ট্যাংক কর্তৃক অনুমোদিত জ্বালানি সংকটের কারণ এবং সমাধানের প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন দলটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
দলের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ দেওয়ান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হাসান প্রমুখ।