দুমকিতে ছাগল চুরির অভিযোগে আ.লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পটুয়াখালীর দুমকিতে ছাগল চুরির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল হক রাজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল গাজীর সাথে একই এলাকার বাসিন্দা আ'লীগ মোঃ রেজাউল হক রাজনের পূর্ব বিরোধ চলছিলো। বুধবার বিকেলে পূর্ব বিরোধের জেরে আবুল গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেয় রেজাউল হক রাজন। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আবুল গাজী রেজাউল হক রাজনের কাছে ছাগলের বিষয়ে জানতে চাইলে রাজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন জখমের হুমকি দেন। পরে আবুল গাজী দুমকি থানায় রেজাউল হক রাজনকে আসামি করে একটি মামলা দায়েরে করেন। পরে গভীর রাতে পুলিশ রেজাউল হক রাজনকে আটক করেন এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৫ কেজি ছাগলের মাংস উদ্ধার করেন। দুমকি থানার মামলা নং ১৩ তাং ২৮/৭/২২ ইং।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।